আমাদের কথা খুঁজে নিন

   

পড়ুয়া

মুছে যাক গ্লানি,মুছে যাক জরা....

বই মেলায় আমরা যাই,কিন্তু কেন যাই?আমরা বই ভালোবাসি তাই যাই?আমারতো মনে হয়,শুধু বইপ্রেমীরাই বই মেলায় যায় না(এটা বোধহয় শুধু আমার একার মনে হয় না,সবারই মনে হয়!!)। বই মেলায় অনেক মানুষ আসে,সুতরাং বই মেলার কাঁধে অনেক দ্বায়িত্ব।সাহিত্য ভুবণ কাঁপানো বইগুলোকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়াটাও বই মেলার কাজ। আরেকটা কথা না বলে পারছি না,ঢাকা বাংলাদেশের রাজধাণী বলে সব কিছুই কি ঢাকাতেই হতে হবে?ঢাকার বাইরের বইমেলা সম্পর্কে কেউ কি জানেন?আমি পাবনার কথা বলতে পারি,এখানকার বই মেলাটা যেন শুধুই একটা ঘোরার জায়গা।ফলে বইমুখী মানুষরা বাধয় হয়ে ঢাকামুখী হয়। আমি মনে করি,মানুষকে বই ভালোবাসতে হবে,আর সরকারকেও দৃষ্টি দিতে হবে ঢাকার বাইরে।আপনারা কি মনে করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.