আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ মানবে লিপ্ত ভেসে থাকা প্রেম

আমার আমি কে খুঁজি

হতাশ তুমি তোমার প্রতিটি ক্ষনে, চিন্তিত তুমি জীবনের প্রয়োজনে ক্লান্ত তোমার মন আলেয়ার পিছে ছুটে হয়রান তুমি তোমার প্রতিটি মুহূর্তে কারন তুমি ছুটছো মরিচিকায় আবদ্ধ দেয়ালের মাঝে। গোল-গোলাকার আবদ্ধে ঘেরা সাময়ীক জীবন ভেসে থাকা কিছুটা সময়ের জন্য, এতটুকু সময়ে মায়ায় লিপ্ত হওয়া সৃষ্টির খেলায় কিছু সৃষ্টি রেখে যাওয়া। সৃষ্টির লিলাতেই মানবের সৃষ্টি- সেখানে মানব করে কত সৃষ্টির খেলা। অন্ধ মানবে লিপ্ত ভেসে থাকা প্রেম, খোলসে আবদ্ধ যেখানে অস্থিরতার বসতি তাহাদের মাঝে, নিজেকে না চেনা, অহংবোধের সৃষ্টি আগন্তুকের মৃত্যুর মাঝে ডুবে যাওয়া আবার পুনারাবৃত্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।