রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
মেঘলা আকাশ জানে না সে
কেন দূর থেকে দূরে চলে ভেসে ।
এমন বাদল দিনে
হারিয়ে যাই অকারণে।
নুপূর পায়ে চঞ্চল মেয়ে
ঝরনার জলে ঝুপ ঝুপ শব্দ তুলে
বাকা ঠোঁটে হাসি মেখে
দুষ্টমির ভান করে আড় চোখে।
ঝরনার তলে অজানা পথে
হারিয়ে যায় বিজলী বেশে।
মন বোঝে না যে
এমনও বাদলও দিনে।
ক্ষণে ক্ষণে মনে করে
পাথুরে ঝরণায় সেই চপলা মেয়ে,
মায়া চোখে ডেকেছিল যে
লুকিয়ে রাখা ভালবাসায় হৃদয় আঁধারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।