প্রতিবছর ২০ হাজার বাংলাদেশী শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়শুনার সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পাবলিক এফেয়ার্স এন্ড পাবলিক ডিপ্লোমেসি বিষয়ক আন্ডার সেক্রেটারি জুডিথ এ. ম্যাকহেল। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'যুক্তরাষ্ট্রে শিক্ষার মাধ্যমে সেতুবন্ধন তৈরি' শীর্ষক বক্তৃতায় তিনি একথা বলেন।
জুডিথ বলেন, প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও অধিকসংখ্যক বাংলাদেশীকে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ করে দেয়া হবে। এ লক্ষ্যে প্রতিবছর ২০ হাজার বাংলাদেশী শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশুনার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ, দ্য আমেরিকান সেন্টারের পরিচালক লুরেন লাভলেইট প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।