আমাদের কথা খুঁজে নিন

   

এবারে মহাশুন্যে ইন্টারনেট! সাম হয়ার ইন ব্লগ ওখানেও করা যাবে!

"পুখু সুবু কুরু রুবু রুতু পুহুল, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু
নাসার গবেষক ও স্পেস স্টেশন বাসিন্দা টিমোথি ক্রেমার মহাশূন্য থেকেই টুইটারে সরাসরি পোস্ট করতে পেরেছেন! জানা গেছে, এটিই মহাশূন্যে ইন্টারনেট সংযোগ পাবার প্রথম ঘটনা। খবর ইয়াহু নিউজের। সংবাদমাধ্যমটি বরাতে জানা গেছে, টিমোথি ডিসেম্বর মাসে স্পেস স্টেশনে যাবার পর থেকেই নেট এক্সেস পাওয়ার চেষ্টা করছিলেন। সে পরিশ্রমের ফল মিলেছে শুক্রবার, ২২ জানুয়ারি। নেট কানেকশন পেয়েই তিনি টুইটারে লিখেছেন- ‘হ্যালো টুইটারভার্স! উই আর নাউ লাইভ টুইটিং ফ্রম দ্যা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন- দ্যা ফার্স্ট লাইভ টুইট ফ্রম স্পেস! মোর সুন, সেন্ড ইয়োর্স’! আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রুরা সেখানে ল্যাপটপ ব্যবহার করে মিশন কন্ট্রোলের ডেস্কটপ কম্পিউটারে পৌঁছাতে পারছেন। আর এটি সম্ভব হয়েছে উচ্চগতির ইন্টারনেট সংযোগের ফলেই। দীর্ঘসময় ধরে মহাকাশ স্টেশনে বসবাস করা গবেষকরা এই ব্যবস্থার ফলে এখন অতি সহজেই সবার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেই নাসা মনে করছে। বিডি নিউজ: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.