অচেনার মাঝেও নিজেকে চেনার নিঁখুত অভিনয় করি
রাশি নিয়ে আমার তেমন আগ্রহ নেই। অনেকের আগ্রহ দেখে মজা পাই। আমার এক বন্ধু আছে সকালে সব কিছুর আগে রাশিটা পড়ে নেয়। আমি দেখি আর হাসি। আমার হাসি দেখে ও একটু বিরক্ত হয়।
বলে- ‘হাসিস না দোস্ত। আমার ক্ষেত্রে অনেক মিলে যায়। ’ বিপদে পড়লাম একদিন। পাসপোর্ট অফিসে একটা কাজে যেতে হবে। ওর বাসায় গিয়ে বললাম, দোস্ত চল।
আগে থেকেই কথা ছিল ও যাবে। ও কাঁচুমাচু করে বললো-‘আজ যেতে পারব না’। আমি আকাশ থেকে পড়লাম। ‘যেতে পারবি না মানে’। বললো-‘আজ আমার রাশির অবস্থা ভালো না।
সাবধানে থাকতে বলছে। বের হলে যদি কোনো বিপদ হয়। ’ বহু বুঝানোর পরও তাকে নিতে পারলাম না। একা যেতে হলো। বিশাল লাইনে একা দাঁড়ালাম।
আর মনে মনে ঐ রাশিফল যে লিখেছে তাকে বকা দিতে লাগলাম।
জন্মগত হিসেবে রাশির প্রকারভেদে আমার স্থান কন্যা রাশিতে। পুরুষ মানুষ হয়ে কন্যা রাশি পাওয়া একটু বিব্রতকর বটে। কন্যা রাশি শুনে অনেকে বলে বসে, আমি মেয়ে পাগল। ওরা বিশ্বাস করে না যে আমি এখনো একটা প্রেম পর্যন্ত করিনি কিংবা করতে পারিনি।
প্রথম কয়েক মাসে পত্রিকায় লেখার সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। পরীক্ষার ফলাফল আশানুরূপ নাও হতে পারে। বন্ধুরা এ বছর ভুল বুঝতে পারে। বলে রাখা ভালো আমার বন্ধু সংখ্যা খুব কম। পাঁচজনের সার্কেল।
রাশিতে প্রতি সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর ইনকাম শুরু হওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে। আর কয় বছর সম্পূর্ণ মা-বাবার ওপর নির্ভরশীল থাকা যায়? আর সম্ভাবনা আছে মুঠোফোনের নাম্বার পরিবর্তনের। অনেক দিন ধরে ব্যবহার করা নাম্বারটা আর থাকবে না। নাম্বারটা বিভিন্ন পত্রিকায় লেখার সঙ্গে থাকায় তা অনেকে জেনে গেছে।
অনেক ভালো পাঠকের মন্তব্য, সমালোচনা, উৎসাহ পাওয়া যায় যা ভালো। কিন্তু কেউ কেউ অযথা রাত তিনটা বাজেও ফোন করে বসে। এরূপ সমস্যা থেকে মুক্তির জন্য নাম্বার পরিবর্তন হতে পারে।
সফল যোগাযোগের মাধ্যমে কাজকর্মে খ্যাতি পাওয়ার সম্ভাবনা আছে। তবে এক্ষেত্রে আলসেমী কমাতে হবে।
রাশিতে দেখা যাচ্ছে আলসেমী কমার সম্ভাবনা ফিফটি ফিফটি।
ভ্রমণের ক্ষেত্রে অবস্থান তুঙ্গে। বিদেশ ঘুরতে না পারলেও দেশের অনেক স্থান ঘুরার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এ বছর পাঠকের ভালোবাসায় সফল হলেও টাকা-পয়সার ব্যাপারে প্রতারিত হওয়া সমূহ সম্ভাবনা আছে। (আজব!! আমার টাকা-পয়সাই নেই, ঠকবো কেমনে?)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।