আমাদের কথা খুঁজে নিন

   

নিজের কাঠগড়ায় আমি

আকাশ ভরা জোৎস্না দেখি

বার বার বলি কাঁদব না, অনেক বলেছি পাথর পাহাড় সমান এই হৃদয়, গলবে না কখনোই, তবুওতো পাথর পাহাড় বেয়ে অশ্রুর ঝর্ণা ঝরে। অনেক বলেছি আগ্নেয়গিরির আগুন জ্বলা এই মন, নতুন করে জ্বালাতে পারবে না কিছুতেই, তবুওতো অন্তর পুড়ে ছারখার হয়ে যায়। অনেক বলেছি সব ভুলে যাব গোল্ডফিসের মত, মনে করব না কিছুতেই, তবুও তুমি বার বার ফিরে আসো অন্তর্দৃষ্টির ভিতরে। অনেক ভেবেছি আর বেঁচে থাকব না, সব ফেলে চলে যাব দুরে-বহুদূরে, দৃষ্টির বাইরে, তবুওতো ছিড়তে পারি না অস্তিত্বের শিকড়টাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.