আমাদের কথা খুঁজে নিন

   

উপাচার্যের পদত্যাগ দাবি ও ধর্মঘট ডেকেছে ছাত্রদল

স্বাধীনতা চাই..........

সংঘর্ষে ছাত্রদল সভাপতির আহত হওয়ার ঘটনায় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে উপাচার্যের পদত্যাগ দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ দিনের ধর্মঘট ডেকেছে ছাত্রদল। সোমবার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এ কথা জানান। ছাত্রদলের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।" ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, এ ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র ধর্মঘট পালন করবেন। এছাড়া সোমবার সন্ধ্যায় বিএনপি কার্যালয়ের সামনে এবং মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.