পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানকে লন্ডনের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ডের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২০০৫ সালের ডিসেম্বরে ইমরান খানকে লন্ডনের এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু দেশের অন্যতম রাজনীতিবিদ হিসেবে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। তাই ২০১০ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের সনদ প্রদানের একটি অনুষ্ঠানেও হাজির হতে পারেননি তিনি। তার এমন কাজে সন্তুষ্ট হয়ে এই প্রস্তাব তুলেছেন ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ডের শিক্ষার্থীরা।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মহসীন তানভীর নামের এক ছাত্রের দেওয়া এই প্রস্তাবের ওপর আগামী মাসে ছাত্র ইউনিয়নে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
তানভীর বলেন, উপাচার্যের সঙ্গে নিয়মিত ওঠাবসার সুযোগ থেকে বঞ্চিত হয়ে অনেক শিক্ষার্থী নাখোশ। ’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী অধ্যাপক ব্রিয়ান ক্যানটর শিক্ষার্থীদের প্রতি সমবেদনা ও ইমরান খানের প্রতি সমর্থন জানান।
তিনি বলেন, ‘পাকিস্তানের রাজনীতিতে আমাদের উপাচার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
দেশটিতে সন্ত্রাস, শিক্ষা ও দরিদ্রতার মতো গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। কিছু সময় ধরে বিশ্ববিদ্যালয়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত থাকতে না পারায় শিক্ষার্থীদের হতাশা আমি বুঝতে পারি। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন পাকিস্তানের পরিস্থিতি বিবেচনা করে দেশটির প্রতি ইমরান খানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতিশীল হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।