একটি হৃদয় হাজার আকাশ
তুমুল বৃষ্টিতে
প্রচন্ড শীতে
শুভ্র তুষারপাতে
কোমল উষ্ণতা
কাছে টানে।
সুখ কিংবা দুঃখে
বিষাদে-আস্বাদে
উঁচু-নীচু কথনে
উষ্ণতা বাড়ে।
উষ্ণতা নারী ও পুরুষে।
শীতের ভোরে
সন্ধ্যায়
খড়কুটো
নাড়ার আগুনে;
জটলা পাকে
পাড়া ও পড়াশিতে।
ব্যস্ত শহর
রাত বাড়ে
উষ্ণ কথন-দর্শন
ইথারে-কম্প্যুটারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।