পশুরা পালায়, মানুষ রুখে দাঁড়ায়....... ঋতুর পালা বদলে আবার এসেছে শীতকাল। আমাদের অনেকেরই প্রিয় ঋতু এই শীত। শীতের সকালে লেপ মুড়ো দিয়ে ঘুমাতে কে না ভালবাসে। শীতের ঠাণ্ডা আবহাওয়া, শিশির ভেজা সকাল, বিষণ্ণ বিকেল, গরম কাপড়, রাস্তার পাশে দাঁড়িয়ে ভাপা পিঠা খাওয়া সব মিলিয়ে আমাদের কাছে শীতকাল বেশ উপভোগ্য।
কিন্তু, আমাদের চারপাশে এমন অনেকেই আছে, যাদের জন্য এই শীত আনন্দের নয়, বরং যন্ত্রণার।
শীতের প্রচণ্ডতায় যাদের খালি গায়ে শুয়ে থাকতে হয় কোন ফুটপাতের কোণায় কিংবা ওভারব্রিজে, শীত তাদের জন্যে কোন তৃপ্তি বয়ে আনে না। তাদের জন্য এক মূর্তিমান বিভীষিকার নাম শীত।
তাই আমরা কয়েকজন স্বপ্নবাজ তরুণ চেষ্টা করছি তাদের এই শীতের মাঝে খানিকটা উষ্ণতার পরশ দিতে। আমরা এসব ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের একটা কর্মসূচি গ্রহণ করেছি। সব শীতবস্ত্র নতুন দেওয়ার সামর্থ্য আমাদের অনেকেরই নেই।
তাই, আমরা আমাদের পুরানো অব্যবহৃত শীতের কাপড়গুলো তাদের দিতে পারি।
চাইলে আপনিও আমাদের সঙ্গী হতে পারেন। যদি কেউ চান আমাদের টাকা দিয়ে সাহায্য করতে পারেন। সেই টাকায় তাদের জন্য শীতবস্ত্র কেনা হবে। আর আমাদের অনেকের বাড়িতেই বহু শীতবস্ত্র পড়ে থাকে।
সেই পোশাকটা যদি পথের ধুলোয় পড়ে থাকা কোন শীতার্ত শিশুর মুখে হাসি ফোটাতে পারে, তবে খারাপ কি?
সবকিছু ঠিকঠাক ভাবে চললে ইনশাল্লাহ আগামী ২৩ শে নভেম্বর শীতবস্ত্র বিতরন করা হবে।
যেভাবে আমাদের সাহায্য করতে পারেন:
# টাকা দিয়ে: আপনাদের দেওয়া টাকা দিয়ে পুরানো শীতবস্ত্র কেনা হবে। এছাড়া অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থাকায় ইচ্ছা থাকলেও আমাদের সাহায্য করতে পারবেন না। আপনারা পারলে টাকা পাঠিয়ে আমাদের সাহায্য করুন। আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন।
টাকার অঙ্ক যাই হোক না কেন, পাঠিয়ে দিন। আপনাদের এই ছোট ছোট দানগুলো মিলেই বড় অঙ্ক সৃষ্টি হবে।
বিকাশের মাধ্যমে আমাদের কাছে টাকা পাঠাতে পারেন।
আমাদের বিকাশ নাম্বার: ০১৭৩১৩১৫৯২২
টাকা পাঠানোর পর দয়া করে এই নাম্বারে কল করে আপনার অংশগ্রহণ সম্পর্কে আমাদের অবগত করুন।
#কাপড় দিয়ে: যদি কেউ চান তবে আমাদের সরাসরি কাপড় দিয়েও সাহায্য করতে পারেন।
আপনার পুরানো সুয়েটার, জ্যাকেট, শার্ট, টি-শার্ট, সালোয়ার কামিজ, শাড়ি, ট্রাউজার, জিন্স, মাফলার, কম্বল, শিশুদের জামাকাপড় ইত্যাদি আমাদের দিয়ে সহায়তা করতে পারেন। এছাড়া চাইলে আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর কাছ থেকে কাপড় সংগ্রহ করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমারা আপনার হয়ে অসহায় মানুষদের হাতে পৌঁছে দেব।
#মানসিক ভাবে: আমাদেরকে পরামর্শ প্রদান ও উৎসাহ দানের মাধ্যমেও আমাদের সহায়তা করতে পারেন। আর এই পোস্টটি শেয়ার করার মাধ্যমে আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন।
আমাদের ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা কোন জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক ইভেন্টে পোস্ট করুন অথবা ০১৭৩১৩১৫৯২২ নাম্বারে কল করে সরাসরি আমাদের জিজ্ঞেস করুন।
আশা করি আপনাদের সকলের অংশগ্রহণে আমাদের এ উদ্যোগ সফল হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।