রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উদয়ন স্কুল অ্যান্ড কলেজের অর্ধশতাধিক ছাত্রীর জামার ফুলহাতা কেটে দেয়ার মূল হোতা মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর স্ত্রী মাহবুবা আক্তার কল্পনার চাকরি স্থগিত করা হয়েছে।
রোববার রাতে স্কুল পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষ পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। ছাত্রীদের জামা কাটার ঘটনায় উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে প্রধান করে একটি তদন্ত কমিটি করতে বলা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, বৈঠক চলাকালে শতাধিক অভিভাবক স্কুলের প্রিন্সিপাল প্রিন্সিপাল উম্মে সালমা বেগম, ভাইস-প্রিন্সিপাল মাহবুবা আক্তার কল্পনা ও অন্য শিক্ষক কেজি মোস্তফার পদত্যাগ দাবিতে স্কুল ঘেরাও করে রাখেন।
রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর তারা মুক্ত হন। এরপর সোমবার সকাল ৮টায় এ স্কুলের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন অভিভাবকরা। অভিভাবকরা কল্পনার অপসারণের পাশাপাশি ও প্রিন্সিপাল উম্মে সালমা বেগমের অপসারণও দাবি করেছেন।
স্কুল পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি রুহুল আমিন বলেন, “আমরা প্রিন্সিপালের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ।
যেহেতু প্রিন্সিপাল জামার হাতা কাটার সিদ্ধান্ত মিডিয়াকে জানিয়েছেন, এই কথা থেকে বোঝা যায় তার নির্দেশেই এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। তাই প্রিন্সিপালকে অপসারণ না করা হলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। ”
গত ২২ মে বুধবার উদয়ন উচ্চবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ও শ্রমমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজুর স্ত্রী মাহবুবা খানম কল্পনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ৫০ জনের বেশি ছাত্রীর স্কুল ড্রেসের ফুল হাতা ড্রেস কেটে দেন। এ সময় অনেক শিক্ষার্থী ক্লাসের মধ্যই কান্নায় ভেঙে পড়ে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক লেখালেখির পর সমালোচনার ঝড় ওঠে। মাহবুবা আক্তার কল্পনার চাকরির মেয়াদ তিন বছর আগে শেষ হলেও দুই দফায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয়।
সুত্র ::- ইন্সট্যান্ট নিউজ ২৪.কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।