আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রীদের যৌন হয়রানি, অধ্যক্ষ আটক

ঝিলটুলী এলাকার এসএ মান্নান ক্যাডেট স্কুল ও কলেজের এ অধ্যক্ষের নাম সাইফুল ইসলাম ওহিদ (৩৫)।
বৃহস্পতিবার রাতে তাকে ক্যাম্পাস থেকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
ছাত্রীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের ছয়তলায় প্রতি বৃহস্পতিবার রাতে আবাসিক ছাত্রছাত্রীদের চলচ্চিত্র ও নাটক দেখানো হয়।
এ সময় অধ্যক্ষ ছাত্রদের সামনের দিকে এবং নিজে ছাত্রীদের সঙ্গে পিছনের দিকের আসনে বসতেন।
ছবি চলার সুযোগে তিনি ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ ও যৌন হয়রানি করতেন।


ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, প্রায় এক বছর ধরে ছাত্রীরা এ হয়রানি সহ্য করে আসছিল।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছবি দেখার সময় অধ্যক্ষের ওই অশ্লীল আচরণের সময় এক ছাত্রী প্রতিবাদ করলে হইচই শুরু হয়।
এক পর্যায়ে এক ছাত্র পাঁচিল টপকে বাইরে এসে বিষয়টি জানালে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সাইফুল ইসলাম ওহিদ বলেন, তিনি কোনো ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ করেননি।

তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.