e_echo@live.com
প্রকৃতির কোন এক নিয়মে রূপবতীরা শুধু যে হৃদয়হীন হয় তাই না, খানিকটা হিংস্র স্বভাবেরও হয়। -হুমায়ুন আহমেদ (আমার ছেলেবেলা)।
কবিতা, গল্প কিংবা উপন্যাসে কবি সাহিত্যিকেরা বিভিন্ন কাহিনী বা চরিত্রের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁদের নিজস্ব কিছু মতামত বা অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। সমস্ত জীবনের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে সৃষ্ট সেইসব অভিব্যক্তি থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। উপমহাদেশের কবি সাহিত্যিকদের যে সকল লেখা আমার পড়ার সৌভাগ্য হয়েছে সেগুলো থেকে পাওয়া কিছু অভিব্যক্তি আমি এই লেখনীতে উপস্থাপন করার দুঃসাহস দেখালাম।
আশাকরি আপনাদের ভাল লাগবে।
...................
মনে তীব্র ব্যাথা কমানোর একটি উপায় হচ্ছে কিছু লেখা। যে লেখা ব্যক্তিগত দুঃখকে ছড়িয়ে দেয় সবদিকে। - হুমায়ুন আহমেদ (আমার ছেলেবেলা)।
রূপবতীদের মধ্যে নার্সিসাস কমপ্লেক্স দেখা যায়।
তারা নিজের রূপের পেমে পড়ে, অন্য কারো প্রেমে পড়তে পারে না।
-হুমায়ুন আহমেদ। (আজ দুপুরে তোমার নিমন্ত্রণ)।
টুকটাক কথা হতে হতে দেখা যায় মায়া লেগে গেছে। মায়া লাগানোর জন্য কথা চালাচালি করা খুবই জরুরী।
- হুমায়ুন আহমেদ (নীল মানুষ)।
যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের চেহারায় একটা মাইডিয়ার ভাব থাকে। .................
মানুষের অনেক অদ্ভুদ ক্ষমতার একটি হচ্ছে মিথ্যা বলার ক্ষমতা | কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে। যে মানুষ মিথ্যা বলতে পারেনা সে সৃষ্টিশীল মানুষ না- রোবট টাইপের মানুষ।
-হুমায়ুন আহমেদ (তন্দ্রাবিলাস)।
বুদ্ধিমানের কাছ থেকে দশ হাত দুরে থাকবে আর বোকাদের কাছ থেকে একশ হাত দুরে থাকবে।
-হুমায়ুন আহমেদ (হিমুর মধ্যদুপুর)।
কাউকে বিরক্ত করার সবচে সহজ পথ হচ্ছে তাকে অনুকরণ করা। সে হাসলে হাসা। সে ভুঁরু বাঁকালে ভুঁরু বাঁকানো, সে কাশলে কাশা।
- হুমায়ুন আহমেদ (একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা)।
কোন সৃষ্টিশীল কাজ যখন কেউ করে তখন কাউকে না কাউকে পাশ লাগে যে সেই কাজটা এপ্রিশিয়েট করবে।
- হুমায়ুন আহমেদ (একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা)।
লাজুক মানুষের আত্নবিশ্বাস কম থাকে।
- হুমায়ুন আহমেদ (ফিহা সমীকরণ)।
অসম্ভব বুদ্ধিমান মানুষ সবসময় এই ছেলেমানুষীটা করে। তাদের বুদ্ধির ছটায় অন্যকে চমকে দিতে চায়।
- হুমায়ুন আহমেদ (আমি এবং আমরা)।
দুঃখের কথা বারবার বললে দুঃখ কমে। সুখের কথা বারবার বললে সুখ বাড়ে।
এই কারনে সুখের কথা, দুঃখের কথা বারবার বলতে হয়।
- হুমায়ুন আহমেদ (আমি এবং আমরা)।
মুসলমানেরা তিন পুরুষের বেশী তাদের ধন ধরে রাখতে পারেনা।
- হুমায়ুন আহমেদ (আমি এবং আমরা)।
যাদের মনের ভেতরের অবস্থাটা থাকে বিশৃঙ্খল এবং হয়তোবা অসুন্দর তারা বাইরের পৃথিবীটাকে সুন্দর এবং সুশৃঙ্খল দেখতে চায়, সে কারনে হাতের লেখার মত তুচ্ছ বিষয়েও তাদের মনোয়োগী হতে দেখা যায়।
- হুমায়ুন আহমেদ (আমি এবং আমরা)।
বেশীরভাগ সময় আমরা মনের কথা বলতে পারিনা বলে কষ্ট পাই।
- হুমায়ুন আহমেদ (দারুচিনি দ্বীপ)।
সমস্ত কষ্টের মুলে আছে আমাদের উচ্চাশা। আমার উচ্চাশা ছিল বলেই প্রথম দিকে আমি খুব কষ্ট পেয়েছি।
- হুমায়ুন আহমেদ (ময়ুরাক্ষী)|
ভালবাসার মানুষদের খুব কাছে কখনও যেতে নেই।
- হুমায়ুন আহমেদ (ময়ুরাক্ষী)|
মিথ্যা বলা মন্দ। তবে আনন্দের জন্য মিথ্য বলা অন্যায় নেই।
- হুমায়ুন আহমেদ (ময়ুরাক্ষী)|
কিছু কিছু কান্না আছে যা শুনলেই কষ্টটা সম্পর্কে শুধু যে একটা ধারনা হয় তাই না, ঠিক সেই পরিমান কষ্ট নিজেরও হতে থাকে।
- হুমায়ুন আহমেদ (শঙ্খনীর কারাগার)।
ভদ্রতা ও রুচিবোধ থাকারও বিপদ আছে।
-হুমায়ুন আহমেদ (চলে যায় বসন্তের দিন)।
শৈশবের প্রতিজ্ঞা কৈশোর পর্যন্ত গড়ায় না।
-হুমায়ুন আহমেদ (চলে যায় বসন্তের দিন)।
চিন্তাহীন জীবন যাপন করা উচিৎ।
-হুমায়ুন আহমেদ (চলে যায় বসন্তের দিন)।
বাঙ্গালীদের তিনটি হাত। ডান হাত, বাম হাত এবং অজুহাত।
-হুমায়ুন আহমেদ।
আমার আগের পোষ্ট....
শীর্ষেন্দু মুখোপাধ্যায় + তসলিমা নাসরিনের ঝুলি থেকে!
সমরেশ মজুমদারের ঝুলি থেকে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।