আমাদের কথা খুঁজে নিন

   

সনাতন উড্ডীন শৈলী

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

তোমার ভাণ্ডে নদীর গুঞ্জরিত ধ্বনি তার কাছে ছায়া সমর্পণ করে গন্তব্যহীন ঢেউয়ে ভেসে চলেছে বটপাতার ঝাঁক, দাঁত বসানো নানারকম ফল-ফলাদিও সঙ্গ দিচ্ছে, চকচকে লাল ফিতায় পানির ক্রন্দন মাঝে মাঝেই ঝিলিক দিয়ে উড়ে যেতে চাচ্ছে সর্যে ক্ষেতের হলুদাভার জঠরে। ডাঙায় সূর্যমুখীর নাবালক সন্তানেরা মা ফিরবে যে পথে সেই পথে দাঁড়িয়ে আছে, তেলাকুচি পাতার ডাগর সবুজ মেয়েরাও দূরে প্রতীক্ষা করছে, পালক-ব্যথার পালে ঘুমহীন অপরাধবোধ জাগিয়ে তুলছে শৈবালশরীরের ঢেউ। এদিকে, মা আসবে, এই ভাবনাতে ক্রমশ কুয়াশাতে মিলিয়ে যাচ্ছে শরমিন্দা, শরিকানার চারাগাছে ভেসে উঠছে মেঘ, উড়ে যাচ্ছে সিংহ মেঘে আমাদের সনাতন উড্ডীন শৈলী।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.