আমাদের কথা খুঁজে নিন

   

কান্নার রং...

একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে...

অনেকদিন হলো কাঁদিনি। পুরুষ মানুষ তো তাই কাঁদতে বড় লজ্জা লাগে। যতো কষ্টই হোক, একটু মন খারাপ করে বসে থাকি, শুয়ে থাকি, ফেলে আসা দিনগুলোকে দেখতে থাকি, কখনও কখনও স্বপ্ন আঁকি, মাঝে মাঝে দূরে কোথাও চলে যাই। কিন্তু আজ আমি না কেঁদে থাকতে পারিনি। হাও মাও করে কেঁদেছি।

দুচোখের পানি বাঁধ মানছিলো না। ভিতরের মানুষটা বলছিলো কার জন্য কাঁদো? আসলেইতো কার জন্য আমার এই কাঁদা? শুধু জানি আমি তার জন্য কেঁদেছি, নাকি ও আমায় কাঁদিয়েছে, ঠিক বুঝতে পারছি না। আসলে কষ্টের ভষাটা গুছিয়ে লিখতে পারছিনা, তাকে যেমন বোঝাতে পারিনি ভালবাসার কথা। তাকে বোঝাতে পারলে হয়ত সে থাকত। লিখতে লিখতেই আমার চোখ ঝাপসা হয়ে আসছে…স্ক্রিনটা কে আবছা, অপরিস্কার লাগছে।

সত্যি সত্যি তুমি চলে যাচ্ছ? একটা বারও কি ভাবলেনা আমাদের আকাঁ স্বপ্নগুলোর কথা? যে স্বপ্নগুলো তুমি ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।