আমাদের কথা খুঁজে নিন

   

কান্নার অপেক্ষায়

রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি

কোন এক কান্নার অপেক্ষায় বসে আছি আমি আজও জীবনের এই পথে কেউ হাসবে কেউ কাদবে এই স্বাভাবিক তবু আমি অপেক্ষায় থাকি। সেই কান্নার, বুক ফাটা কান্নার যার প্রতিটি অঙ্গ প্রতিটি লোমকুপ আজ কাদতে চায় হাসতে নয় সব জাগতিক দুঃখ যেন ভর করেছে আজ তার উপর, সব হায়েনারা যাকে কুড়ে কুড়ে খায়,প্রতিটি মাংসপিন্ডে, তার তো কান্না সব বোবা হযে গেছে সেই কান্নার অপেক্ষায় আজও আমি কেঁদে তুমি ভিজিয়ে দাওসব কিছু ভিজিয়ে দাও প্রতিটি লোমকুপ ভাসিয়ে দাও সব লালসা কান্নার শব্দে তুমি জাগিয়ে দাও সেই সব নিরব পাপীদের যারা ছিল নিরব তোমার দূঃ সময়ে। হে মাতৃভুমি তুমি একবার কাঁদ কেঁদে ভাসিয়ে দাও সব হায়েনাদের।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।