রৌদ্র তোমাকে দিয়েছে ছুরির মতো ঝলসে ওঠার সাহস!
আমিতো রৌদ্র নই,রৌদ্রের প্রতিরূপ ছায়া;গুঢ় অভিমানে
তুমি সহসা মুখ ফেরালে,নিয়েছ আমার সকল;হননে
রৌদ্র তুমি, গভীর আবেশে জড়িয়ে দিয়েছ; ছুরিরূপ মায়া!
তোমার রৌদ্র মাখি না বহুদিন,জ্বলন্ত বুকে ছুঁয়ে দেখি না;
কতটুকু আগুনে জ্বলে জ্বলে কমল হয় বুকের কোমল।
জ্বলন্তরূপ ঠোঁটে পাই না অঙ্গার স্বাদ,বিরহীর হৃদয়ে
নিশার বিবাদে জমে উঠছে বিন্দু বিন্দু জলের কোলাহল!
রাত্রির মাঠে একাকী, সঙ্গীহীন অমারাত্রি;শূণ্যতার ঘুম
আমার প্রিয় পোশাক, প্রিয় স্মৃতির চাবুক;দুঃখবাহী নদী
দু'কূল বহতা তোমার আমার হৃদয়ে শূণ্যতার স্মৃতিতে
অজস্র ব্যর্থ শব্দের আলিঙ্গনে জমে ওঠে জলজ চুমুক.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।