না বললে বড় বেজার
হও কেন? মনের কথা
বোঝনা, সে দোষ তোমার
তা কি জানো? দোষো অযথা।
ঠিক আছে ওটিতে চলো
গহীন বুকে আলো ফেলো।
যারা হারায় তারা জানে
হারানোর কি যে সে কষ্ট
মনেই জানুক মনের মানে
একা রবো হবোনা নষ্ট।
হারামজাদী; ভালোবেসে
নষ্ট হবি বলে যে, কে সে??
(২জৈষ্ঠ/১৪১৪, ২৬ মে/২০০৭, প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।