আমাদের কথা খুঁজে নিন

   

গহীন পথের দৃশ্যাবলী

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
| অ | পে | ক্ষা | শতোর্ধ সিড়ি বেয়ে নীচে নেমে গেলে ভূচামড়ার অনেক নীচে বয়ে চলে রক্তের স্রোতের মতো অতল রেলগাড়ি পুরোটা দৈর্ঘজুড়েই মেকি হালকা আলোয় তার চেয়েও মেকি প্রলেপে প্রলাপ করে সুন্দরীর গাল নগরীর বয়স্ক নাগরিকদের পিঠে সভ্যতার বোঝা কোথাও খুব হালকা সুরে বাজছে একটা গান প্রতীক্ষারতের ভিতরে সেই গানটা রূপ পাল্টায় নিজের মতো করে, অপেক্ষার পালা শেষ হওয়া অব্দি | চ | লা | চ | ল | এই পর্বটা সবচে উত্তেজনাময়, অদ্ভুত রেলগাড়ি চলে, ভিতরের জীবগুলো চলেনা তাদের ভিতর বয়ে চলে অন্য এক চলাচল বগির একটা কোনে কিছু স্কুলগামী বালক বালিকা কলকাকলি করে চলেছে, একটু থেমে থেমে কিছু আধবোজা স্হির চোখ মাঝে মাঝে চেয়ে দেখে মধ্যবয়স্ক এক যুবা আলতো করে হাত দিয়ে আছে এক গর্বিত স্বাপ্নিক রমনীর পরিপূর্ন উদরে হাতের নীচে একটু করে নড়ে উঠছে সেই স্বপ্ন | ব | দ | ল | একসাথে খুলে যায় সবগুলো বিদায়ের দরজা একযোগে নেমে আসে স্হির অস্হিরতা কেউ বেরিয়ে যাবে কেউবা বদলাবে পথ পথ বদলানোর পথে হরেক রকমের পসরা কাপড়, অলংকার, প্রসাধনী, খাবার, জুতো কেউ থামে কেউ পাস কেটে এগিয়ে চলে বদলানোর পথে কেউ অল্পের জন্য হারায় গন্তব্যগামী রেলটাকে, কেউ ভুল করে ফেলে বাকিরা সঠিক ভাবেই শুরু করে আবার পথ চলা |মু | ক্তি | শেষ ঠিকানার কাছে এসে সবাই কেমন জেগে ওঠে নিজের ব্যাগটা শক্ত মুঠোয় আরেকবার পরখ করে পিঠের বাচ্চা টাকে ভালো ভাবে বেঁধে নেয় মা প্রেমিকার হাত টাকে নিজের হাতে আটকে নেয় প্রেমিক বুড়িটার লাঠি ছাড়া আর কিছুই ধরার নেই এখন একা যে, তার কোন বাধা নেই, সামনে এগিয়ে যায় সেও আবারও শতোর্ধ সিড়ি ফুঁড়ে উঠে আসা গহীন থেকে পিছনে অদৃশ্য ছাপ থেকে যায় শত শত ছোট বড় জুতোর জুতোগুলোর মালিক এখন মুক্তির আশায় উর্ধ্বগামী। [ছবিটা সাবওয়েতে তোলা ]
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.