আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থিতা বাতিল: সিদ্ধান্ত পাল্টাল ইসি

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ ই ধারাটি বাতিলে আইনমন্ত্রণালয়ে আর সুপারিশ পাঠানো হচ্ছে না।
তিনি বলেন, “আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। তবে জনমতকে শ্রদ্ধা দেখিয়ে এখন আমাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।”
‘অপ্রয়োগযোগ্য ও অর্থহীন’ দাবি করে গত মাসে প্রার্থিতা বাতিলের ওই ক্ষমতা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় ইসি। এজন্য সরকারের কাছে সম্পূরক সংশোধনী প্রস্তাব পাঠানোরও প্রস্তুতি নেয়া হয়।
এ নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে ব্যাপক সমলোচনার প্রেক্ষাপটে দুই দফা নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যাও দেয় নির্বাচন কমিশন।
প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর এক মাস পর শেষ পর্যন্ত  বৃহস্পতিবার কমিশন সভায় ৯১ ই ধারা বহাল রাখার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.