বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নিবন্ধনকে কেন্দ্র করে মতবিরোধ দেখা দিয়েছে নির্বাচন কমিশনে। একইভাবে নির্বাচনে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা তথা গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-ই ধারা বিলোপ করা নিয়েও দেখা দিয়েছে মতভিন্নতা। এই বিরোধে একদিকে আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ ও মোহাম্মদ শাহনেওয়াজ। অন্য পক্ষে কমিশনার আবদুল মোবারক ও জাবেদ আলী। পাঁচ সদস্যের কমিশনের অপর কমিশনার আবু হাফিজ সিঙ্গাপুরে আছেন।
তাই তিনি কমিশনের গত দুই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে কমিশন সচিবালয় সূত্র জানায়, সিঙ্গাপুরে যাওয়ার আগে আবু হাফিজ কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা বহাল রাখার পক্ষে মত দিয়ে গেছেন। বিএনএফের নিবন্ধনের বিষয়ে তাঁর কোনো মতামত জানা যায়নি। নতুন রাজনৈতিক দল বিএনএফের নিবন্ধনের বিষয়ে বিএনপির তীব্র আপত্তি আছে। বিএনপির অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করার জন্য সরকারের নীলনকশা অনুযায়ী নির্বাচন কমিশন এই দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ায় আছে।
বলা হচ্ছে, বিএনএফকে গমের শীষ প্রতীক দেওয়া হবে, যা দেখতে বিএনপির প্রতীক ধানের শীষের কাছাকাছি। আর গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-ই ধারা বাতিল করে খোদ নির্বাচন কমিশন কেন নিজেদের ক্ষমতা খর্ব করতে চায়, তা নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে প্রশ্ন আছে। কমিশনের এই ক্ষমতা না থাকলে প্রার্থীদের আচরণবিধি মানাতে না পারাসহ নির্বাচনী সহিংসতাকে উৎসাহ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এই অবস্থায় এ দুটি বিষয় নিয়ে কমিশনের অবস্থান কী হবে, তা ঠিক করতে কয়েক দিন ধরে বৈঠক করছেন কমিশনাররা। গতকালও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমিশনের বৈঠক হয়।
কিন্তু কমিশনার আবদুল মোবারক দুপুরের পর বৈঠক ছেড়ে বাসায় চলে যান। আগের দুই দিনের বৈঠকেও তিনি বেশিক্ষণ ছিলেন না। আজ মঙ্গলবারও এ বৈঠক চলবে। বৈঠক সূত্র জানায়, বিএনএফ ও প্রার্থিতা বাতিল—দুটি বিষয়ের কোনোটিতেই আবদুল মোবারক সিইসি ও কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের সঙ্গে একমত হতে পারেননি। জানতে চাইলে আবদুল মোবারক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিএনএফের নিবন্ধন বা ৯১-ই ধারা বাতিলের সুপারিশ করার সিদ্ধান্তের বিষয়ে কমিশনের বৈঠকে আমার সামনে কোনো আলোচনা হয়নি।
এসব বিষয়ে আমি কিছু জানি না। ’ তবে গতকাল সন্ধ্যায় কমিশনার শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ৯১-ই ধারা থাকছে কি থাকছে না, সে বিষয়ে আজ মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হবে। বিএনএফের ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।