তসলিমা নাসরিন বাংলাদেশের নাগরিক। আমার কাছে তার এই পরিচয়ই বড়। আমার মতো প্রত্যেক বাংলাদেশির যেমন এদেশে বসবাসের অধিকার আছে, তারও সমান অধিকার আছে, যেহেতু সরকার তার নাগরিকত্ব বাতিল করেনি।
এই স্বাধীন বাংলাদেশটার জন্মের যারা বিরোধীতা করেছিল, তারা এই দেশে জাতীয় পতাকা উড়ায়। এমপি, মন্ত্রী হয়; জনগণ ভোট দেয়, মেনে নেয়।
আমরা যদি সেটা মেনে নিতে পারি, তাহলে তসলিমা নাসরিনকে মানতে দোষ কোথায়?
এই বাংলাদেশ মুসলমানদের দেশ ছিল না। এই দেশে বল্লাস সেন, লক্ষণ সেনরা রাজত্ব করেছে। মুসলমানরা এই দেশ অধিকার করেছে যুদ্ধ করে। ভারত যদি বাবরী মসজিদ (মসজিদ আমাদের উপাসনা কেন্দ্র, আল্লাহ'র ঘর) ভাঙার অনুমোদন দিতে পারে (যেহেতু প্রতিরোধ করেনি) তাহলে তসলিমা নাসরিনকে এদেশে বসবাসের অনুমতি দিতে দোষ কোথায়? মুসলিম বিশ্বের কেউ তো বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি! বাংলাদেশের তথাকথিত উগ্রপন্থীরা তসলিমা নাসরিনের দেশে ফেরত আসা নিয়ে এতো বিরোধীতা করে কেন?
বাংলাদেশের অনেক দাপুটে মানুষের সাথে তসলিমা নাসরিনের উঠাবসা ছিল। সেই সুযোগে এইসব মুখোশধারী ভিআইপি শয়তানদের সে চিনতে পারে।
এদের সবাই তসলিমা নাসরিনকে ভোগ করতে চেয়েছে, বেশিরভাগ নানাভাবে ভোগ করেছে। এই সত্য কথাটিই তসলিমা নাসরিন প্রচার করেছে এইসব মুখোশধারীদের চিনিয়ে দিতে।
মূলত: এই মুখোশধারীদের মুখোশ উন্মোচনের সুযোগ যাতে তসলিমা নাসরিন না পায় সেজন্যেই এইসব শয়তানদের প্ররোচনায়ই উগ্রপন্থীরা তসলিমা বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে।
ইসলামের বিরোধীতা করে তসলিমা অনেক কিছু লিখেছে। শুধু ধর্মীয় লেখাগুলো বাদ দিলে আর যা লিখেছে তা এই সমাজের বাস্তবতা।
আমরা সমাজের বাস্তবতাকে মেনে নিতে পারি, কিন্তু অন্যের মুখে এই বাস্তবতার কথা শুনতে লজ্জা পাই!! আমাদের ভালমানুষী!!!
ঢাকা সহ সারাদেশে প্রকাশ্য রাস্তায় অশ্লীল বই, পত্রিকা, সিডি বিক্রি হচ্ছে। আমরা প্রতিকার করতে পারি না। আমরা তসলিমা নাসরিনের বই প্রকাশ নিষেধাজ্ঞা জারী করতে পারি। এটা আমাদের কি ধরণের মানসিকতা। আবার সেই নিষিদ্ধ বই ই আমরা খুজে খুজে হয়রান।
ইসলাম ধর্মের বিরোধীতা করে লিখেছেন, এমন মানুষের অভাব নেই এই দুনিয়ায়। মুসলিম বিশ্বেও এই সংখ্যা কম নয়। আমরা কারো কিছু করতে পারি না; আমরা শুধু তসলিমা নাসরিনের ফাসি চাইতে পারি। আমাদের কি ক্ষমতা!!
ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্র শুধু আমাদের না, তসলিমা নাসরিনেরও।
আর আমার ধর্ম আমি পালন করব, তসলিমা নাসরিন ধর্মের বিরুদ্ধে লিখলেই কি আমি বিধর্মী হয়ে যাব? খ্রিস্টানরা আমাদের রাস্তায় রাস্তায় বিনা পয়সায় বই বিলি করে বেড়ায়, তাতে কি আমরা খ্রিস্টান হয়ে গেছি? কেউ কি বাধা দিয়েছে? তাহলে তসলিমা নাসরিন নারী বলেই তাকে বাধা দিব, এই তো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।