ইতপউস .....
বড় কাকার বিয়ের পর কাকির মায়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম কাকার সাথে। আমি তখন ৩য় শ্রেনীতে ছিলাম। অনেক পিচ্চি। কাকির ছোট বোন আমার সমান তাই বন্ধু হয়ে গিয়েছিলাম। আমি তাকে আন্টি বলতাম।
আন্টিদের সাথে খুব মজা করেছি ঐ সময়। আমাকে দেখলে কেউ বলবে না যে আমি ছেলে পক্ষে এত দুষ্টুমি করেছি আন্টির সাথে থেকে! কাকির বাড়ি টার পাশে একটা অদ্ভুত জায়গা ছিল! ভাঙ্গা বাড়ির মত। আন্টি বলেছিল সেটা নাকি আগে রাজার বাড়ি ছিল। সবাই জায়গা টাকে রাজার বাড়ি বলে! আরো অনেক গল্প বললেন এই বাড়ি নিয়ে। আমার সব কথা মনে নেই।
সারা দিন গল্পের ঝুড়ি নিয়ে থাকতেন! গল্পের শেষ নেই!
একদিন একজন বেড়াতে আসল বাসায়। আন্টি তাকে মামা বলে। তার মানে আমার নানা! আন্টি মামাকে নিয়ে বলে, "জানো?, এই মামার সাথে না জ্বিন থাকে!"
আমি সব কথাতেই অবাক হই! এই কথা শুনেও অবাক হলাম আর বিশ্বাস করলাম! আন্টি বলে, দেখবা মজার একটা জিনিস? মামা ইট কে মিছ্রি বানায় দিবে। আমি তো অবাক! বলে কি!
আন্টি মামা কে বললেন যে আমি মিছ্রি খাব।
নানা আমার সামনে একটা ইটের টুকরা সাদা কাগজ দিয়ে পেঁচিয়ে নিলেন।
তারপর সাথে সাথে আরেকটা ইটের টুকরা নিয়ে কাগজে বারি দিলেন। যেন কিছু একটা ভেঙ্গে গুড়া করে ফেললেন! আমার চোখের সামনেই কাগজ খুলে সেখান থেকে আমাকে আর সবাইকে মিছ্রি ভাগ করে দিলেন! আমি হা হয়ে গিয়েছিলাম!
আমি এখনো জানি না সেটা কিভাবে হয়েছিল!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।