আমাদের কথা খুঁজে নিন

   

একটি জাদুর বই (ছড়া, শিশুসাহিত্য)

সেদিন রাতে বিছানাতে থামলো যখন ঝড় আকাশ থেকে নেমে এলো কোন সে জাদুকর জাদুকরের হাতে ছিলো তিনটি উপহার তোমরা কি কেউ বলতে পারো কোনটি ছিলো কার? ছোট্ট খোকা ছোট্ট খুকি চোখটি বুঁজে নাও মনে মনে ভাবতে থাকো তোমরা কে কী চাও? খোকা খুকি দু চোখ বুঁজে ভাবতে থাকে বেশ হটাৎ তারা হারিয়ে গেলো ঘুমিয়ে যাওয়ার দেশ। সবার আগে উঠবে জেগে ঘুম ভেঙেছে যার চোখটি খুলেই দেখতে পাবে জাদুর উপহার। জাদুকরের জাদুর লাঠি হিটিং মিটিং ছং ছোট্ট খুকি পেল নাকি অনেক অনেক রঙ! ঘুমিয়ে খোকা দেখেছিলো পাখির ওড়াওড়ি ঘুম ভেঙে সে খুঁজে পেলো একটি জাদুর ঘুড়ি। তোমরা যারা খোকা খুকির বন্ধু হতে চাও জাদুর লাঠি দেখতে পেলেই চোখটি বুঁজে নাও। ঘুমের দেশে বেড়িয়ে এসে চোখ খুলেছো যেই খুঁজে দেখ পাবেই পাবে একটি জাদুর বই! ছড়া, শিশুসাহিত্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.