এখন আমার আর ইচ্ছে হয় না কিছুই
না প্রেম, না উদ্বেলতা, না ক্রোধ বোঝাই আগুন...
অনুভূতির সব টুকরো-টাকরা পাথর এনে
জমিয়ে দেখি পাহাড়সম উচ্চ্তার শীর্ষে দাঁড়িয়ে
আমারই কিছু করুনাপ্লুত প্রেম মুষলধারে কাঁদছে,
যার ঢল নেমে ধ্বসে যাচ্ছে খন্ড বিখন্ড
সব পাথরেরা নানান রঙের।
লাল রঙের এক পাথর, যে কিনা নির্দেশ করেছিল বিপদসীমা-
গড়িয়ে গড়িয়ে একতোড়া কালো গোলাপের রুপ নিতেই
ঐ দিকের এক টুকরো নীল পাথর
বাষ্পীভূত হয়ে আকাশে মিলিয়ে গেল মূহুর্তেই।
এখন এইসব প্রস্তর খন্ডের গড়াগড়ি দেখতে
আর ভালো লাগছে না আমার,
ওরা যতই গড়াবে সাথে করে নিয়ে আসবে
আমার গুহা জীবনের স্মৃতি।
শিকার দৃশ্যের মধুর নির্মমতা আর কোন পলাতক গান
তার হারিয়ে যাওয়া সুরের খোঁজে
নিজেই চিৎকার করে বেড়াবে বেলাভূমিতে...
যে ঢেউয়ে মিলিয়ে গেছে সেই সুর, তার অতলে দেখি
এক দেবতা নামের ছদ্মবেশী মহাপ্রতারকের আস্তানা-
যার অসুরবৃত্তির উপকথা জানা ছিল
এই পাহার, সমুদ্র আর উপত্যকার,
জানতো না শুধু সেই কালো গোলাপের কন্যা।
পাথরে পাথর না ঠুকেই আগুন জ্বালাতো যে একদিন
আর আজ মহাপ্লাবনের গান শোনাবে বলে যে তরুন
অপেক্ষমান নিজেরই গড়া অনুভূতি গিরির শীর্ষচূড়ায়,
ভালো করে একবার ওর দিকে তাকিয়ে দেখো...
কিছুই ইচ্ছে করছে না এখন আর
না প্রেম, না উদ্বেলতা, না ক্রোধ, কেবলই আগুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।