আমাদের কথা খুঁজে নিন

   

সুপারম্যান আর ব্যাটম্যান এক সাথে আবারো!!



আগে দেখতাম এনিমেশন মুভি,মাঝে বন্ধ হয়ে গিয়েছিল…কিন্তু আমড়া কাঠের ঢেকী মামা’র পোস্ট আর আকাশ_পাগলা ভাইয়ার অনুপ্রেরনা আমাকে আবার এনিমেশন মুভির দিকে ঠেলে দিয়েছে!! তবে এবার শুরু গতানুগতিক এনিমেশন মুভি দিয়ে নয়,আমার এনিমেশন মুভি দেখার পুনর্জন্ম ঘটলো একটি ‘ডাইরেকট টু ভিডিও’ এনিমেটেড মুভি থেকে! সুপারম্যান আর ব্যাটম্যান-ছোট বেলা থেকে এই দুজন আমার স্বপ্নের সুপারহীরো -সব সময় ভাবতাম এদের কম্বাইন্ড পাওয়ারের কোনো নতুন পাওয়ার আমার মাঝে আসত!!!যাই হোক,যারা এই দুই সুপার হিরো কে ভালোবাসেন-তাদের জন্যই যেন এসেছে ‘সুপারম্যান/ব্যাট্ম্যানঃপাবলিক এনেমিজ’ !মারমার-কাটকাট(!) একশানে ভরপুর,সাথে এ দুজনের সাথে আরো কয়েকজন সুপের হিরো/ভিলেন দের পাবেন,যেমন ধরেন ক্যাপ্টেন এটম,পাওয়ারগার্ল,ব্ল্যাক লাইটনিং,মেজর ফোর্স,মেটালো,নাইটশেড,লেডি শিভা সহ অনেকে-আমি যে প্রিন্ট টা দেখেছি তার মান অনেক ভালো সাউন্ড কোয়ালিটিও অসাধারন!সেপ্টেম্বার ২০০৯ এ মুক্তি পাওয়া এ ছবি টা পারলে একশন এনিমেশন প্রেমী রা অবশ্যই দেখতে পারেন! Trailer টা দেখে নিনঃ http://www.youtube.com/watch?v=7LhSbTC0WTw A scene from the animated movie: Another scene from the animated movie: Another scene from the animated movie: Another scene from the animated movie: ডাউনলোড করুনঃ বেশী বড় নাহ, ১৪০ মেগাবাইট,কিন্তু প্রিন্ট অনেক ভালো!! http://www.mediafire.com/?2tgmyjneoxz http://www.mediafire.com/?oj5yztro2ry তাহলে আর দেরী ক্যান???এখনি দেখে নিন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।