আমাদের কথা খুঁজে নিন

   

শুধু আইন করে শিক্ষার মান বৃদ্ধি করা যাবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শুধু আইন করে শিক্ষার মান বৃদ্ধি করা যাবে না বরং শিক্ষকের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির মাধ্যমেই শিক্ষার মান বৃদ্ধি সম্ভব। তিনি সরকারের উদ্দেশে বলেন, সরকারের উচিত অনতিবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করে তাদের আস্থা ফিরিয়ে আনা। অন্যদিকে শিক্ষকদের শাস্তির বিধান কার্যকরের মাধ্যমে মূলত শিক্ষার মানই ক্ষুণ্ন হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী মহা ঐক্যজোটের উদ্যোগে বুধবার জাতীয় প্রেসক্লাবে 'শিক্ষকদের প্রত্যাশা-প্রাপ্তি ও আর্থ-সামাজিক অবস্থা' শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ড. আসিফ নজরুল একথা বলেন।

সংগঠনের সভাপতি ও প্রধান সমন্বয়কারী বাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মো. জসীম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, ইসলাম শিক্ষা শিক্ষক সমিতির আহ্বায়ক আবু সালেহ মো. খুরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি একেএম আবদুল কাদের ভঁূইয়া, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আমীন শেখর, নন এমপিও শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, নন এমপিও শিক্ষক সমিতির মহাসচিব আবদুল হান্নান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.