জাতিসংঘের চলতি অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ইতোমধ্যেই নিউইয়র্কে পেঁৗছেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি। তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা আলোচনায় বসছে ইরান। রুহানি ইতোমধ্যেই বলেছেন, কোনো রকম পূর্বশর্ত ছাড়াই পরমাণু বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় প্রস্তুত রয়েছে তার দেশ। অবশ্য গত সপ্তাহে তিনি বলেছেন, তার দেশ কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির সঙ্গে আলোচনায় বসেছেন। বিবিসি, আল জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।