উৎসবমুখর পরিবেশে গতকাল প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি ও দাখিলের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। নতুন বই পাওয়ার আনন্দে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভিড় করতে থাকে ছাত্রছাত্রীরা। আর বই হাতে পাওয়ার পর তাদের মধ্য দেখা যায় বাঁধভাঙা আনন্দ। রংপুর : মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ৬৩ লাখ ২৭ হাজার বই বিতরণ করা হয়। বরিশাল : বরিশাল বিভাগের ১ হাজার ৬২৫টি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে গতকাল প্রায় ৭৯ লাখ নতুন বই তুলে দেওয়া হয়। সিলেট : বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের হাতে প্রায় ৮৪ লাখ নতুন বই তুলে দেওয়া হয়েছে। বগুড়া : জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪৮ লাখ বই বিতরণ করা হয়েছে। কুমিল্লা : জেলার ১৬টি উপজেলায় ৯ লাখ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। যশোর : জেলায় ৫৭ লাখ ১৪ হাজার ৩০০ বই বিতরণ করা হবে। নারায়ণগঞ্জ : জেলার ৬ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ৪২ লাখ বই। গাজীপুর : প্রাথমিকে ২২ লাখ ৩৪ হাজার ১১৯, মাধ্যমিকে ২৬ লাখ ৯৭ হাজার ৪৮৫ ও ইবতেদায়িতে ৩ লাখ ২ হাজার ৫৩৬টি বই বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ : জেলায় ৯ লাখ ২২ হাজার বই বিতরণ করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, টাঙ্গাইল, মৌলভীবাজার, রাজবাড়ী, মাগুরা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোরের অধিকাংশ শিক্ষার্থীর গতকাল বই পেয়েছেন বলে প্রতিনিধিরা জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।