আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপীয় চিন্তাবিদ



ইউরোপীয় চিন্তাবিদ হার্স লিফ বলেছেনঃ আমি বহু গির্যা বা উপাসনালয়ে গিয়ে দেখেছি,সেগুলোতে কোনো সমতা নেই। স্বাভাবিকভাবেই আমি মনে করতাম যে মুসলমানদের মসজিদেও একই অবস্থা বিরাজ করে। কিন্তু ঈদুল ফিতরের দিনে লন্ডনের একটি মসজিদে গিয়ে আমি মুসলমানদের নামায আদায় করাটা খুব কাছে থেকে দেখলাম। আমার মনে হলো সমতার সর্বোচ্চ পর্যায়টি সেখানে বিরাজ করছে। কেননা মুসলমানদের সবচেয়ে বড়ো ইবাদাত নামাযে দেখলাম বড়ো বড়ো অনেক ব্যক্তিত্বের পাশে সাধারণ মানুষেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামায পড়ছে,এর জন্যে কোনো ধরনে সৌজন্য প্রদর্শন বা কোনোধরনের আনুষ্ঠানিকতার ব্যাপার নেই। তাদের সবাই আল্লাহর ইবাদাতের জন্যে পরস্পরের সাথে সহৃদয় ও আন্তরিক ছিলেন। যখন জামায়াতের ইমাম আমাকে বললেন,নামায হচ্ছে সমতা ও পারস্পরিক সম্পর্ক সৃষ্টির উৎস,আল্লাহর সকল নবীই সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিলেন। তখন আমার মাঝে এ ব্যাপারে কোনোরকম সন্দেহের উদ্রেক হয় নি যে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সমূহ যোগ্যতা ইসলামের রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.