আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম কোরবানীর ঈদ

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

হঠাত এতো গরু দেখে ব্রেইন আমার হতবাক হয়েছে হাম্বা হাম্বা ডাক শুনলে সে ভয় পেয়ে যাচ্ছে। কালো রঙের ছোট প্রানীগুলো দেখতে লাগে পুতুলের মতন দেখতে মায়াভরা চোখগুলো হৃদয় চায় তাদের করতে যতন। হঠাত করেই যাচ্ছে চলে খেলার সঙ্গী সাথী গুলো, কাঁটাবে গ্রামের বাড়িতে সামনের দিনগুলো। অলসভাবে বসে থাকতে থাকতে আমারও খুব সখ হয়েছে একটা প্রানী পালার জন্য, বাবা আমার কথা রেখেছে একটা নয় দুটো এনেছে শুধুই আমার জন্য। প্রানীগুলোর সাথে থেকে সময় আমার যাচ্ছে চলে, বন্ধুদের কথা মনে থেকে ভুতের সাথে পালিয়ে গেছে।

ঘুমাতে যাওয়ার আগে গতকাল মা ডেকে বলেছে আমায় বাবার সাথে আগামীকাল যেতে হবে ঈদগায়। ভোরের আলো চোখে পড়ায় ঘুম আমার যায় ভেঙ্গে, হৃদয় আমার ব্রেইনকে জানায় মসজিদে যেতে হবে বাবার সঙ্গে। ব্রেইন আমার বুঝে না এতো সকালে কেন উঠতে হবে, কোন সংকেত সে পাঠায় না তাই আমি বিছানাতেই থাকি শুয়ে। মা এসে ঘুম ভাংগিয়েছে বাথরুমে গোসল করতে পাঠিয়েছে, গোসল শেষে নাস্তা চাইলে কোরবানী শেষে দিবে বলেছে। পাঞ্জাবী পায়জামা পড়ে বাবার সাথে মসজিদে গেলাম, জায়গামত বসে পড়ে বাবাকে কোরবানী কি জিজ্ঞেস করলাম।

আর কিছু পারবো না বলতে চোখ আমার ভেসে যাচ্ছে জলে, প্রানীগুলোকে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে .................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।