শান্ত সিষ্ট..... .....বিশিষ্ট
আমার ছোট কাল থেকেই একেক সময় একেক শখ হত। যেমন বৃষ্টির দিনে একদিন স্কুলের ক্লাস শেষে বাসায় ফেরার পথে রাস্তায় দেখলাম বিশাল জ্যাম, কি করি কীভাবে বাসায় যাই রাস্তায় একটা রিক্সাও যাওয়ার জন্য রাজি হচ্ছে না । এমন সময় মাথায় একটা শয়তানি বুদ্ধি এল। রাস্তায় মধ্যে একটা প্রাইভেট কারকে জ্যামে আটকে থাকতে দেখলাম। তাকিয়ে ভাবলাম সামনে যেয়ে জিজ্ঞাসা করি লিফট দিবে কিনা(?) গাড়ির আবার সব গ্লাস লাগান ছিল বৃষ্টির জন্য।
যথারীতি সামনে যেয়ে আমি আমার দু'হাত মুখটা আর নাকটা গ্লাসের সাথে লাগিয়ে লিফট চাচ্ছিলাম। পরে যা হওয়ার তা তো হল। গাড়ির ভিতরের লোকজনতো আমাকে পাগল মনে করল। যাক এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আমার মাঝেমাঝেই মাথায় চাপত। আজকে বহুদিন পর রিকশা দিয়ে মালিবাগ মোড় যাচ্ছিলাম পথে জ্যাম পড়ল।
একটু পরপরি ভিক্ষুক আসা শুরু করল। মাথায় আবার সেই বুদ্ধি চেপে বসল। না এবার একটা ভিক্ষা করার অভিজ্ঞতা করে দেখতে হবে......
সমস্যা হচ্ছে ছদ্দবেশে বুজতে পারছিনা কোন এলাকায় ভিক্ষা করব ?
নাকি ভিক্ষুকদের সাথে পরার্মশ করব??
একটাতো সমাধান চাইইইই মনের ইচ্ছা পূরনের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।