আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষা চাই না লাশ চাই

আমার স্বপ্নের কথা বলতে চাই তবে শোনো কবি রুদ্র আর হুমায়ুন, বাংলাদেশ আরও একটি কয়লার খনি পেলো; না একটি নয়, একশ দশ অথবা আরো বেশি। বাংলাদেশ আরও একটি শোক দিবস পেলো; আগস্ট ১৫ ব্যতিত আরো একটি। বাংলাদেশ আরো একটি ষড়যন্ত্রের গন্ধ পেলো; আরও একটি গভীর ষড়যন্ত্র। বাংলাদেশ পরিকল্পিত হত্যাকান্ড পেলো, পেলোনা কেবল পরিকল্পনাকারীকে। আর আমি আরও একটি কবিতা পেলাম।

শুধু ভাই পায়নি তার বোনকে। তাই, ভাই আজ মিছিলে মিশেছে, সভামঞ্চে দাঁড়িয়ে বলতে এসেছে, ভিক্ষা চাই না, লাশ চাই। আমার বোনের লাশ। হে কবিরা, বাতাসে আজও লাশের গন্ধ ফুরায়নি। পুরোনো আর নতুন শকুনের নগ্ন নৃত্য আজও থামেনি।

সব কিছু আজ নষ্টদের দখলেই। তাই, আজ আমি তোমদের আশ্রয়ে বাঁচি, আমিও মিশেছি আজ মিছিলে, দাঁড়িয়ে গিয়েছি সভামঞ্চে, চিৎকার করে বলতে এসেছি সেই ভাইয়ের সাথে স্লোগানে স্লোগানে, ভিক্ষা চাই না, লাশ চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।