"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
মাদকের রাজা
গাঁজা খেয়ে
রাজা মিয়া
হাসি হাসি মুখে,
বলে ডেকে
গলা হেঁকে
আছি ভাই সুখে।
নিজ ঘরে
তালা দিয়ে
চাবি নিয়ে হাতে,
বারান্দায়
নাক ডাকে
শীতকাঁপা রাতে।
ভুল করে
কেউ যদি
দেখে ফেলে তারে,
ধোঁয়া ছেড়ে
গলা কেশে
ইচ্ছেমতো ঝাড়ে।
গাঁজা খেয়ে
রাজা মিয়া
আছে বেশ সুখে,
তিন কুলে
কেউ নেই
কেবা তারে রুখে!
কেউ কেউ
বলে শুনি
মাঝরাত হলে,
নামী দামী
গাড়ী আসে
লেনদেন চলে।
এরপর
একদিন
এক ভোর রাতে,
রাজা মিয়া
ধরা খেলো
হ্যান্ডকাপ হাতে।
তার ঘরে
খুঁজে পেল
এক কেজি গাঁজা,
সেই নাকি
ছদ্মবেশী
মাদকের রাজা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।