স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশে মাদকের বিস্তারে আমি উদ্বিগ্ন হলেও তা আশঙ্কাজনক নয়। তবে এ জন্য স্বাস্থ্য বিভাগই দায়ী।
আজ সন্ধ্যার আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘মাদক বিস্তৃতির অভিঘাত উদ্বেগজনক। তবে আশঙ্কাজনক নয়।
'
এদিকে, মাদক মামলার নিষ্পত্তি ও শাসি্তর বিষয়টিও সনে্তাষজনক নয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়টিতে বিচার বিভাগের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান। আমরা বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করবো। '
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকের বিষয় নিয়ে দেশে প্রতিবছর ৫৫ হাজার মামলা হয়।
কিন্তু, ১০ বা ১২ হাজারের বেশি নিষ্পত্তি হয় না।
তিনি জানান, শতকরা সাড়ে সাত ভাগ মামলা নিষ্পত্তি হয়। আর নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে শাসি্ত হয়, ৫৩ শতাংশ ও শাস্তি মওকুফ হয় ৪৭ শতাংশ মামলায়।
মামলা নিষ্পত্তির হার ও নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে শাস্তি পাওয়া এবং মওকুফ পাওয়ার বিষয় নিয়েও সন্তুষ্ট নন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘স্থানীয়ভাবে যারা মাদক প্রভু হিসেবে কাজ করে, তাদের চিহ্নিত করে জোরদার আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া স্থানীয়ভাবে সভা-সমাবেশ করে জনগণের চেতনা বৃদ্ধি করা হবে। '
ইয়াবার মতো বেদনা ও চেতনা নাশক ওষুধ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বাস্থ্য বিভাগকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘অপিয়েড নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।