আমাদের কথা খুঁজে নিন

   

মাদকের ভয়াবহতা ও আমরা

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

মাদকের ভয়াবহতা আমাদের সমাজকে কিভাবে গ্রাস করেছে তা আজকের (১৮ই আগষ্ট) প্রথম আলোর শেষ পৃষ্টায় প্রকাশিত একটি সংবাদের দিকে দৃষ্টি দিলে বুঝা যায়। মাদাকাসক্ত কিশোর ওয়াজির (বয়স ১৫) নিজের মা-বাবার সামনেই আত্মহত্যা করে । আসলে ওয়াজির আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করেছে সর্বনাশা মাদক এবং এর সাথে জড়িত গোষ্ঠি।

কিছু দিন আগে মাদাকাসক্ত এক তরুনের অত্যাচার সইতে না পেরে তাকে ভাড়াটিয়া খুনী দিয়ে খুন করায় তার আপন গর্ভধাররিণী মা। আমাদের সমাজের জন্য এ এক বিরাট অশনী সংকেত। মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজের কোন শ্রেণীই আজ নিরাপদ নয়। মাদক ব্যবসায়ী এবং এর সাথ জড়িত গোষ্ঠিদের এখনই প্রতিরোধ করা না গেলে একদিন পুরো দেশ এদের কাছে জিম্মি হয়ে পড়বে। আসুন সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।