আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটের SkyDrive ব্যবহার করুন ডেস্কটপ থেকে



ইন্টারনেটে অনলাইন ফাইল স্টোরেজগুলো খুবই জনপ্রিয় । যেকোনো সময় এগুলোতে ফাইল আপলোড বা ডাউনলোড করা যায় । মাইক্রোসফটের SkyDrive তেমনই একটি জনপ্রিয় অনলাইন ফাইল স্টোরেজ । যা বিনামূল্যে ২৫জিবি পূর্যন্ত ফাইল স্টোরেজ ও শেয়ার এর সুবিধা দেয় । এ কথাগুলো সবাই জানেন । নতুন কথা হল একটি সফটওয়্যার আছে যার দ্বারা আপনার ডেস্কটপ থেকেই SkyDrive এর সব সূবিধা পাবেন ও আপনার পিসির ড্রাইভের মত ফাইল কাট কপি পেষ্ট করতে পারবেন । এছাড়াও আরো সুবিধা পাবেন , যেমন : ড্রাগ-এন-ড্রপ , ফাইলের তথ্য জানা , ফোল্ডার তৈরী বা মুছে ফেলা ইত্যাদি । মাত্র ১.২৩ মেগাবাইটের ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করুন তারপর মাই কম্পিউটারে SkyDrive Explorer নামের আইকন দেখতে পাবেন এতে ক্লিক করুন এবার নতুন উইন্ডোতে উইন্ডোস লাইভ ইউজার আইডি ও পাসওর্য়াড দিন ও লগঅন করুন ব্যস হয়ে গেল সব কাজ । ডেস্কটপে সর্টকাট পেতে মাই কম্পিউটারের SkyDrive Explorer নামের আইকনটিতে রাইট ক্লিক করে create shortcut সিলেক্ট করুন । ডাউনলোড বিস্তারিত জানতে আরো পড়ুন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.