বাংলা ব্লগ পড়তে পড়তে গেলো খব ভালো লেগে। কিন্তু শুধু পড়ে আর মন্তব্য করতে দিচ্ছেনা; তাই লেখাও শুরু করতে হলো।
আমি সামুতে নতুন। অনেকের ব্লগ এই ঢু মারা হইছে সামুতে আসার পরে। কিন্তু একটা জিনিস আমার কাছে ক্লিয়ার না।
তাই এই পোস্ট টা করতেছি।
ব্লগ এ নোটিশ বক্স,ব্লগার এর নাম,প্রোফাইল আর ব্লগার পরিসংখ্যান এর মাঝখানে এই বক্স টা (অনেকটা ফেইসবুক স্টাইল এর বেপার সেপার আর কি) দেখলাম অনেকের ব্লগ এই আছে। কিন্তু আমার ব্লগ এ নাই কেন? আমার ব্লগ এ ভিজিট করা একজন এর কাছ থেকেই এই ছবিটা দিলাম বুঝাবার জন্য। আশা করি উনি এইটা খারাপ ভাবে নিবেন না। এইটা কি টেমপ্লেটস রিলেটেড কিছু,কিন্তু আমাকে তো একটাই টেমপ্লেট দেখায় -স্পেসিও
জিনিসটা খুব ই সিলি কিছু হবার এ চান্স ই বেশি ।
তাই চেষ্টা করছিলাম ব্লগ লেখার শর্তাবলী থেকে কিছু জানা যায় কিনা । কিন্তু পাইলাম না
কেউ কি কিছু জানাতে পারবেন ?
অগ্রীম ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।