একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়। এ মুর্হুতে স্বাধীনতাকে বিম্বাসী বিশেষ করে শাহবাগের তরুনদের আন্দোলনে যারা সহমত পোশন করা রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের সাংগাঠনিক কর্মকান্ডকে পরীক্ষা করে নেয়ার। তাদেরও দরকার হতে পারে রাজনৈতকিভাবে শাহবাগের তরুনদের পাশাশে দাঁড়ানো। কারণ এ সব তরুনদের শক্তি মাহস এর অভাব না থাকলেও সাংগাঠনিক ভিত্তি গড়ে তুলতে পারেনি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর চেইন কাজে লাগেদে পারে। এ জন্য রাজনৈতিক দলগুলো নিশ্চই বসে নেই। কি ভাবছে আলীগ, সিপিবি, বাসদসহ অন্যান্য স্বাধীনতার পক্ষের দলগুলো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।