আমাদের কথা খুঁজে নিন

   

চাষী ও সাপ

একবার শীতকালে শীত খুব জাঁকিয়ে পড়ল। হাঁড়-কাঁপানো ঠান্ডায় মানুষ, পশু-পাখি সকলেই জব্দ। সেই সময় এক চাষী দেখতে পেল পথের ওপর কুঁকড়ে-মুকড়ে পড়ে আছে একটি সাপ। প্রচন্ড ঠান্ডায় প্রাণীটির শরীর জমে যাবার মত অবস্থা হয়েছে। এভাবে একটি প্রাণীকে কষ্ট পেতে দেখে চাষীর খুব দয়া হল।

সে সাপটিকে তুলে নিয়ে নিজের বুকের কাছে চেপে ধরে চলতে লাগলো। চাষীর বুকের উত্তাপ পেয়ে কিছুক্ষণের মধ্যেই সাপটি বেশ চাঙ্গা হয়ে উঠলো। সে নড়া চড়া করার শক্তি ফিরে পেল। সাপ হল বিষাক্ত প্রাণী। ছোবল মেরে বিষ ঢালাই তার স্বভাব।

তাই নড়া চড়ার শক্তি ফিরে পাবার সঙ্গে সঙ্গেই সে চাষীর বুকে ছোবল বসালো। আর বিষের জ্বালায় ছটফট করতে করতে অল্প সময়ের মধ্যে চাষী মারা গেল। নীতিকথাঃ দুর্জনকে প্রশ্রয় দিলে তাদের হাতেই সর্বনাশ হয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।