চাষী
রবিউল করিম
ধরুন, আপনি যদি কোনো শস্যক্ষেত্রের মালিক হন, ভূস্বামী বা কৃষক তাহলে নিশ্চয় জানবেন, কোন মৌসুমটা কোন চাষের উপযোগী, বীজতলা কিভাবে তৈরি করতে হয়, মাটির সাথে আপনার জানাজানিটা কররেখার মতো;-কখন বৃষ্টি হবে, জমবে মেঘ, কুয়াশার চাদরে ঢেকে যাবে প্রান্তর, হা হয়ে ফেটে যাবে বুক এর সবই জোর্তিবিদ যেভাবে আকাশের দিকে তাকিয়ে বলে যায় সব নক্ষত্রকথা, নাম ধাম পরিচয়; সেভাবেই আপনি বাতাসের চলাচল, পাখিদের গান, গাছেদের নড়াচড়ায় বুঝে যান। অথচ সে কিছুতেই বোঝে না- নিমগ্ন আপন সন্ন্যাসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।