আমাদের কথা খুঁজে নিন

   

চাষী ও তার গাধা

এক চাষী তার গাধাকে মাঠে চরাতে নিয়ে গিয়েছিল। হঠাৎ সে দেখল, দূরে ঘোড়ায় চড়ে ধূলো উড়িয়ে ডাকাতের দল গ্রামের দিকে আসছে। ভয় পেয়ে সে তখনি গ্রামের দিকে ছুটবার জন্য তৈরী হল। গাধাকে ডেকে বলল, শিগগির দৌড়ে চল, ডাকাতের দল আসছে। পালিয়ে না গেলে ওরা আমাদের ধরে নিয়ে যাবে।

চাষীর চেঁচামেচি শুনেও গাধা ব্যস্ত হল না। যেমন চলছিল সে তেমনি চলতে লাগলো। চাষী ব্যস্ত হয়ে গাধাকে ছুটবার জন্য বার বার তাড়া দিতে লাগলো। গাধা তখন বলল, প্রভু, আপনার কি মনে হয় ডাকাতদের হাতে পড়লে তারা আমাকে দিয়ে বোঝা টানবে? চাষী বলল, টানবে বই কী, সব লুঠের মাল তুলে দেবে পিঠে। গাধা হেসে বলল, তবে আর আমি ও নিয়ে চিন্তা করছি না প্রভু।

ডাকাতের হাতেও যখন কাজ একই করতে হবে, আমার লাভ ক্ষতি দু-ই সমান। নীতিকথাঃ প্রভু বদল হলেও দরিদ্র ভৃত্যের ভাগ্য অপরিবর্তিতই থেকে যায়।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।