আমাদের কথা খুঁজে নিন

   

'সেটি হবে এক অবিস্মরণীয় মুহূর্ত'

গাজীপুর ,বাংলাদেশ

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী ১৭ অক্টোবর 'আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস'-এ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার একমঞ্চে উপস্থিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাক দেওয়ার ক্ষণটি এক অবিস্মরণীয় মুহূর্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার আবদুল হামিদ। বৃহস্পতিবার সরকারি ও বিরোধী দলের প্রধান হুইপকে নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "দেশের প্রধান দুই দলের দুই নেতা একমঞ্চে বসে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একযোগে দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও অনন্য নজির হয়ে থাকবে। এটি হবে এক অবিস্মরণীয় মুহূর্র্ত। " তিনি বলেন, "আমাদের প্রধান দুই নেত্রী আমার কাছে শ্রদ্ধাভাজন।

আগামীতে জাতীয় ঐক্যের ব্যাপারে তারা এক হতে পারবেন। এটি (১৭ অক্টোবরের অনুষ্ঠান) তারই শুরু মাত্র। " জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও এতে উপস্থিত থাকবেন। এখন থেকে প্রতিবছর 'আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস' পালন করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার বিকেল তিনটায় এ সম্মেলন শুরু হবে। বিরোধী দলকে সংসদে আনতে নতুন কোনও উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে স্পিকার বলেন, "নতুন করে নয়, তবে তাদের অধিবেশনে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। যতক্ষণ তাদের (বিরোধী দল) ভেতরে (অধিবেশন) নিয়ে আসতে না পারছি, ততক্ষণ নিজেকে সফল ভাবছি না। " সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত সংসদ সরকারি দলের প্রধান হুইপ আব্দুস শহীদ ও বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুককে দেখিয়ে স্পিকার বলেন, "অনেকদিন তো আমরা এ দু'জনকেও এক সঙ্গে দেখিনি।

আজ তারা এক সঙ্গে। এটাও এক ধরনের প্রগ্রেস (অগ্রগতি)। " জয়নাল আবদীন বলেন, "১৭ অক্টোবরের সাফল্য নিয়ে সংসদের বাইরে আমরা (সরকার ও বিরোধী দল) এক সঙ্গে কাজ করছি। আশা করছি, স্পিকার বিরোধী দলকে সংসদে আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন। " ২৮ অক্টোবর সংসদে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) নিয়ে আলোচনায় বিরোধী দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সংসদে সরকারি দলের প্রধান হুইপ আব্দুস শহীদ।

আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে আগামী ১৬-১৮ অক্টোবর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, সর্বদলীয় সংসদীয় গ্র"প (এপিপিজি) এবং পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি) এর সহযোগিতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এপিপিজি'র সদস্যসচিব শিশির কুমার শীল জানান, দেশব্যাপী তিন দিনের এ কর্মসূচি পালনের জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) এক লাখ ২৮ হাজার ডলার অনুমোদন দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.