সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে আপাতত যুক্তরাজ্যকে সরাসরি পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। এই অভিযানের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রস্তাবে সায় দেয়নি দেশটির পার্লামেন্ট। মার্কিন কংগ্রেসের অনেক সদস্য ইতিমধ্যেই সিরিয়ায় হামলা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাশিয়া ও চীন বিরোধিতা করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই অভিযানের বিষয় অনুমোদন পাওয়ার আশাও নেই। সব মিলিয়ে অভিযান নিয়ে দৃশ্যত বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সবার সামনে এখন বড় প্রশ্ন, কী করবেন ওবামা?
পিছু হটার সুযোগ নেই:
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাঁরা বলেছেন, প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় ‘সীমিত আকারে’ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছেন। তিনি সিরিয়াবিরোধী একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ অবশ্য গতকাল শুক্রবার বলেছেন, তিনি ওবামাকে সামরিক অভিযানের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দেবেন। এমনকি এও বলেছেন, জাতিসংঘ যদি সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় বা সামরিক অভিযানের বিষয়ে অনুমোদন না দেয় তাহলে তাঁরা আরব লিগ ও ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে একটি জোট গঠন করবেন।
ওই জোটের নেতৃত্বে সিরিয়ায় অভিযান চালিয়ে বাশার আল আসাদের পতন ঘটানো হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।