চুম্বনে চুম্বনে নীল হয়েছে ঘাড়
রক্তের কুয়াশা গলে ভেসে ওঠা বির্স্তীণ ঘুম- মা, অনুজ্জ্বল নত্রটি
সকল তাড়নার গলাটিপে
গন্ধের ভিতরে তোমার নীল ঘাড়- গরুর ওলানের মতো সুপেয়!
এই ধারাবাহিকী বস্তুত আমার প্রসার
দর্পণে দেখি বারবার হারিয়ে রক্তপাতের মোহ
যা মন্থন করে ব্যক্তিক যাত্রাপথ, তার সূচনা থেকে বহু দূর!
জগতের ভার পড়েছে আমারই ওপর
তাকে সারিয়ে তুলতে হবে হাঁড়ের ক্ষয়বোধ থেকে!
তুমি জানো নাকি মা,
আমার সূত্রসমুদয় ধানচারায় দুলেওঠা হাওয়ার প্রেরণায়
জমে উঠেছে মাঠের বীজপত্রে
মুরগিছানার মতো নির্লিপ্ত রয়েছি তোমার পাখনাতলে
বহুকাল আমি ঘুমিয়ে থাকতে পারি
নিুবর্রে ইতিহাস যেমন।
জলের তোড়ে দেহ ভেসে গেলে, আমি হয়ে গেলে
বিকেলের পড়েথাকা রোদ; সবখানে সমান সৌরভে
মা, মাতৃকা চুম্বন করে
হবো এক মহাদেশ তোমার অশ্রুপাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।