আমাদের কথা খুঁজে নিন

   

ভারত মহাসাগরের তলদেশে প্রাচীন মহাদেশ!

নেচার জিয়োসায়েন্স সাময়িকীতে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে। সম্ভবত ২শ’ কোটি বছর থেকে সাড়ে ৮ কোটি বছর আগ পর্যন্ত জেগে ছিল এমন একটি ভূখণ্ডের কিছু প্রমাণ পেয়েছেন গবেষকরা। গবেষকরা বিচ্যুত হয়ে হারিয়ে যাওয়া এই ভূখণ্ডটির নাম দিয়েছেন মরিশিয়া। ৭৫ কোটি বছর আগে বিশ্বের ভূখণ্ডগুলো রোদিনিয়া নামের একটি বিশাল একক মহাদেশে পরিণত হতে শুরু করে। এ সময় ভারত ও মাদাগাস্কার পরস্পর সংলগ্ন ছিল।

বিজ্ঞানীরা ধারণা করছেন, এই দুটি ভূখণ্ডের মাঝখানের কিছু খণ্ডিত অংশ তারা খুঁজে পেয়েছেন। মরিশাসের বেলাভূমির বালির কণা নিয়ে গবেষণার পর গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষক দলের সদস্য ওসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্রন্ড ট্রসভিক বলেন, “বেলাভূমির বালি থেকে জিরকন খুঁজে পেয়েছি আমরা। সময় বিবেচনায় এগুলো খুবই প্রাচীন। এগুলো সাধারণ মহাদেশীয় ভূখণ্ডেই পাওয়া যায়।

” খুঁজে পাওয়া জিরকনের বয়স ১৯৭ কোটি থেকে ৬০ কোটি বছরের মধ্যে। গবেষকরা ধারণা করছেন, এই জিরকনগুলো কোনো প্রাচীন মহাদেশীয় ভূখণ্ডের অংশ যা সমুদ্রের তলদেশে চাপা পড়েছিল, কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে মরিশাস দ্বীপের উপরিভাগে উঠে এসেছে। অধ্যাপক ট্রসভিকের ধারণা, বর্তমান মরিশাসের ১০ কিলোমিটার গভীরে ভারত মহাসাগরের তলদেশের এক ভাঁজের মধ্যে প্রাচীন মরিশিয়ার খণ্ডাংশ পাওয়া যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.