...ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাচিয়া,সদাই ভাবনা,
যা কিছু পায়, হারায়ে যায়, না মানে স্বান্তনা...
নেপাল থেকে ঘুরে এলাম সপ্তাহখানেক আগে। নেপাল বলতেই যেটা বোঝায় সেটা হলো হিমালয়। অণ্ণপূর্ণা রেঞ্জ হলো হিমালয় পর্বতশ্রেণীর একটি অংশ যেখানে আছে পৃথিবীর দশম উচ্চতম পর্বতশৃঙ্গ অণ্ণপূর্ণা -১ আর ষোলতম উচ্চতম শৃঙ্গ অণ্ণপূর্ণা -২। নেপালের পোখারা শহর থেকে এই অণ্ণপূর্ণা রেঞ্জের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তাই পোখারা শহরটি হয়ে উঠেছে টুরিষ্ট আকর্ষণের অন্যতম কেন্দ্র।
নেপাল সফরে আমার সৌভাগ্য হয়েছিলো অপরূপা অণ্ণপূর্ণার দর্শণ পাবার। পোখারা শহরের প্রান্তে শরঙ্গকোট নামে একটা খুব উঁচু একটা পাহাড়ের উপর থেকে খুব ভোরে অণ্ণপূর্ণার দর্শণের জন্য তাই অপেক্ষা করে অনেক টুরিষ্ট। সে সৌন্দর্য ঠিক লিখে বোঝানো সম্ভব নয়। তবে ব্লগের বন্ধুদের জন্য কিছু ছবি তুলে এনেছিলাম। এই সুযোগে সেটা সবার সাথে শেয়ার করছি।
১. খুব ভোরে মেঘের মাঝ থেকে বের হয়ে আসছে অণ্ণপূর্ণা রেঞ্জের একটি শৃঙ্গ। এর নাম মাচ্ছাপূছারে। এর উচ্চতা 6,993 m. নেপালী ভাষায় মাচ্ছাপূছারে মানে হলো মাছের লেজ। একটা এঙ্গেলে এই পর্বতটাকে মাছের লেজের মতো দেখায় বলেই এই নাম। ছবিটা সূর্যোদয়ের আগে তোলা।
২. আকাশ আর একটু পরিষ্কার হবার পর। পূর্বদিক থেকে তখন মাত্র সূর্য উঠছে। নীচে আবছা ভাবে পোখারা শহর দেখা যাচ্ছে।
৩. ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে অণ্ণপূর্ণা রেঞ্জ। বামদিকের অংশটুকু অণ্ণপূর্ণা সাউথ।
৪. পূর্বদিকে ততক্ষনে সূয্যিমামা উঠে গেছেন। তার আলোতে অপরূপ লাগছে অণ্ণপূর্ণা সাউথকে।
৪.নানান দেশের ফটোগ্রাফাররা তখন ব্যাস্ত হয়ে গেছেন অপরূপা অণ্ণপূর্ণাকে ক্যামেরায় বন্দী করতে। আমিও ব্যাস্তভাবে ক্যামেরা বন্দীকরে ফেললাম।
৫.এটা অণ্ণপূর্ণার অপরপাশ।
পোখারা শহর দেখা যাচ্ছে মেঘের নীচে। আমি কিন্তু তখন মেঘের উপরে।
৬. অণ্ণপূর্ণা রেঞ্জের একটি পুরোপুরি ছবি। তখনো আকাশ পরিষ্কার হয়নি।
৭. যে পথ ধরে উঠে এসেছি এই পাহাড়ের উপরে।
৮. আকাশ পুরো পরিষ্কার হবার পর অণ্ণপূর্ণা রেঞ্জের আর একটা ভিউ।
৯. তখনো সবাই ব্যাস্ত অণ্ণপূর্ণাকে ক্যামেরায় ধরতে।
১০.অণ্ণপূর্ণা দেখে নেমে আসার পথে আর একবার অণ্ণপূর্ণাকে ক্যামেরায় বন্দী না করে পারলাম না।
১১. পোখারার একটা বিখ্যাত লেক ফুওয়া লেক। ফুওয়া লেক থেকে তোলা অণ্ণপূর্ণার সৌন্দর্য।
১২. ফুওয়া লেকের এই সৌন্দর্যটাও শেয়ার না করে পারলাম না।
১৩. ফুওয়া লেক থেকে অণ্ণপূর্ণার আর একটা ছবি।
আগের পোষ্টে বলেছিলাম অণ্ণপূর্ণার সৌন্দর্য সবার সাথে শেয়ার করবো। ছবি দিয়ে ঠিক বোঝানো যাবে না। তবু চেষ্টা করলাম সবাইকে অণ্ণপূর্ণা দেখিয়ে আনার।
জানি না কতটুকু পেরেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।