এক ছুটে সুউচ্চ শিখরে উঠে,
ধুমায়িত মেঘের মাঝে
নিজেকে লুকিয়ে রেখে,
মনের দরজা খুলে,
শুধুই অনুভব, তুমি চির সুন্দর!
তীব্র বাতাসে,
ঝাউ বনের কাঁপুনি দেখে
সোনালী চিলের মত
ভেসে থেকে, চোঁখ যায় অদূরে,
হাতছানি দেয় নীলাভ সাগর!
ধীর পায়ে তার সাথে
বালিয়াড়ি পেরিয়ে অবগাহন
ঐ লোনা জলে, ঢেউএর তালে
মত্ত্ব হয়ে জলকেলি বারবার
এমনটি কোথাও নেই আর
অপরূপ রূপের ‘কক্সবাজার।’
শাশ্বত ২০.০৭.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।