আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
বিন্দু থেকে বিন্দুতে
_____________
. . . . . . . . . . . . . . .
এই আমি এখনও জানিনি ওখানে কি আছে, হয়তো ছুঁয়ে যাওয়া কালির আঁচড় অথবা আমার ভেতরে জেঁকে বসা
আলো আঁধারের ভ্রম।
হয়তো ওখানে বারুদ আছে, যেদিন বিন্দুরা পরষ্পরকে স্পর্শ করে যাবে
তার হতে ঠিকরে বেরুবে আগুন, অকষ্মাৎ দাবানলে পুড়ে যাবে অরন্য পাহাড়, গলে যাবে মেঘেরাও বিন্দু থেকে বিন্দুতে-
হবে হয়তো ধোঁয়া ছাই অথবা জল
অথবা-
ভেবেছি ওখানে শূন্যতা আছে সাদাকালো সব শূন্যতা, আমার না বলা যা কিছু, না শোনা যা কিছু, না দেখা যা কিছু -
কিছু হয়তো ভালোবাসা আছে, লাল টকটকে ভালোবাসা ক্ষরণ সমেত
আমার হৃদফাটা শব্দ বা আর্তনাদ প্রতিনিয়ত প্রিয়জনদের প্রতি
বিন্দু থেকে বিন্দুতে।
আমি ভাবছি
ভাবছি হয়তো আরও অনেক কিছুই আছে, কবিতা বা কবিতার মতো
যা কিনা আমি এখনো জানিনি-
হয়তো কখনও জানবোনা !!
_________________________
_________বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।